নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষার জন্য সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় এইচপিভি টিকা কার্যক্রম চলছে।
এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্যের আলোকে ২৪ অক্টোবর শুরু হওয়া এই টিকাপ্রদান কর্মসূচি চলবে আগামী ১৮দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা জানান, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা অধিক কার্যকর।
একারনে সরকারের নির্দেশনা মোতাবেক এ উপজেলার ১৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৩৯৫ জন ছাত্রীকে এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীকে বিনামূল্যে, সম্পুর্ণ নিরাপদ এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে।
তবে নিবন্ধন ব্যাতিত কাউকে কোনো টিকা প্রদান করা হবেনা এবং জন্ম সনদের তথ্য দিয়ে খুব সহজে নিবন্ধন করে টিকা গ্রহণের জন্য তিনি সকলকে অনুরোধ করেন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বৃহস্পতিবার এ উপজেলায় ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।