সাগর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা ডুবাঐ বাজার এলাকায় অজ্ঞাত একটি প্রাইভেট গাড়ির নিচে পরে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়।
জানাযায়” মৌলভীবাজার সদর এলকার সাইদুল তার এক সহযোগীকে নিয়ে শ্রীমঙ্গল এর উদ্দেশ্য করে ঢাকা সিলেট হাইওয়ে রোডের ডুবাঐ নামক স্থানে সন্ধধ্যা ৭টা ১০ মিনিটে পৌছলে পিচন থেকে অজ্ঞাত একটি প্রাইভেট কারের নিচে পরে ঘটনাস্থলে নিহত হন, নিহত সুজন মিয়া (২৬) মৌলভীবাজার এলকার পশ্চিমা বাদের সুজন মিয়ার মিয়া পুত্র বলে জানাযায়।