1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

বাহুবলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এফ আর হারিছ বাহুবল থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

এফ আর হারিছ,বাহুবল থেকে: বাহুবলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কল্যানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা প্রায় ২ ঘন্টা মহা সড়ক অবরোধ করে রাখে।

পরে পুটিজুরী ইউপি সদস্য আখলাছ মিয়া, রুবেল আহমেদ, ইসমাঈল আহমেদ ও পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে মহা সড়ক থেকে অবরোধ তোলে যান চলাচল স্বাভাবিক করে দেন।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়,দ্বিগাম্বর বাজার অর্ঘ্য ডেকোরেটার্স এন্ড সাউন্ড সিস্টেম এর স্বত্ত্বাধিকারী,স্থানীয় সম্ভুপুর গ্রামের বাসিন্দা অর্জুন দেবের একমাত্র পুত্র ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ঘ্য দেব দ্বিগাম্বর বাজার থেকে বাড়ি যাবার পথে উল্লেখিত স্থানে পৌচলে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অর্ঘ্যের মৃত্যু হয়।

একমাত্র পুত্রের মৃত্যু সংবাদ শুনে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পিতা অর্জুন দেব। আশংকা জনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting