হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের সরকারি গাছ কেটে ফেলেছেন চুনারুঘাট পৌর সভার কাউন্সিলর।
শনিবার (৪ সেপ্টেম্বর) ২১ ইং সকাল ১০ ঘঠিকায় পৌরসভার কাউন্সিলর র্মতুজ সরদার সরকারি ৫টি গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন এমন খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার মিল্টন চন্দ্র পাল এসব গাছ জব্দ করেন।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মরতুজ সরদার তার লোকজন দিয়ে উপজেলা পরিষদের বাউন্ডারি পাশে সরকারি ২টি মেহগনি, একটি কাঠাল দুটি নারিকেল গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন।
খবর পেয়ে চুনারুঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল গাছগুলো জব্দ করেন।
এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, সরকারি গাছ কাটায় তার কোন অনুমতি ছিলনা।
বিনা অনুমতিতে গাছ কাটায় এসব গাছ জব্দ করা হয়েছে। যারা এসব করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।