হবিগঞ্জের মাধবপুরে সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের কামড়ে স্বপন সাঁওতাল নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ই সেপ্টেম্বর) ২১ ইং দুপুরে উপজেলার সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় সুরমা চা বাগানের রেংঘুটিলা এলাকার শ্যামল সাওতালের ঘরে বৃহস্পতিবার রাতে একটি বিষাক্ত সাপ প্রবেশ করে।
খবর পেয়ে বাগানের বাবুল সাওতালের ছেলে স্বপন সাওতাল (৪০) সাপটি ধরে নিয়ে আসে।বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত স্বপন সাপটি নিয়ে খেলা করেন। শুক্রবার সকালে সাপটি তার হাতে কামড় দেয়।তখন স্বপন সাপটি মেরে বাগানের একটি স্থানে ফেলে আসে।
দুপুরে বিষাক্ত সাপেড় কামড়ে স্বপন অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা বাগানের চিকিৎসক কে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই বিষয় এর সত্যতা নিশ্চিত করেন তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির কর্তব্যরত পুলিশ বিপি সাইফুর রহমান।