হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন এর ভ্রাম্যমান আদালতের অভিযান
মঙ্গবার (৩১আগষ্ট)২১ ইং বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ এর সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ( ভা:) ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায়, মাস্ক পরিধান না করায়, সরকারি নির্দেশ অমান্য করায় ৩ জনকে বিভিন্ন আইনে ১৩০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান সচেতনতা তৈরি করতে ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করার জন্য সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান।