মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতায় উদ্যোগ নিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
শুক্রবার (২৭ আগস্ট)২১ ইং জুময়ার নামাজের প্রাক্কালে উত্তর-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত গরীব হোসেন মহল্লা জামে মসজিদে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ, মাস্ক প্রদান ও গ্রাম্য দাঙ্গা-মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, জুয়া, প্রযুক্তির অপব্যবহার রোধসহ সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং ইমাম সমিতির সভাপতি ও বিশিষ্ট লেখক কাজী মুফতি আতাউর রহমান, নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বানিয়াচংয়ে যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষায় বিটপুলিশিং কার্যক্রম জোরদারসহ নানান উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
এর মধ্যে চোর-ডাকাত, মাদকসেবী, জুয়াড়ীসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন তিনি, ফলে থানা পুলিশের প্রতি জনসাধারণের আস্থা এবং বিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে।