মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব ৯ সিপিসি ১ এক মাদক ব্যবসায়ী কে ৩ কেজি গাঁজাসহ মো. রতন মিয়া (২৭) নামে ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২২ আগস্ট)২১ ইং দুপুর দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ সিপিসি১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নস্থ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে।
সে নেত্রকোনা জেলার সুশন দূর্গাপুর উপজেলাধীন কালিকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে,পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।