মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের লাখাইয়ে র্যবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ৯ সিপিসি ১”
বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমান উল্ল্যাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
অভিযানে নেতৃত্বদেন সিপিসি-১ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার নাহিদ হাসান, তিনি জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে ১২৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হল, লাখাই উপজেলার পুর্ব রুহিতনসী গ্রামের মোঃ রতন তালুকদার এর ছেলে গোলাম কিবরিয়া মান্না (৩৫) একই গ্রামের লোকমান চৌধুরী, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে লাখাই থানায় রাতেই হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার এর বিষয়ে নিশ্চিত করেন র্যাব ৯ সিপিসি১ হবিগঞ্জ ইমরান আহমেদ। তিনি জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।