মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট)২১ ইং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাইনুল ইসলাম অফিসিয়াল ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসে দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যদি কেউ এ-রকম কোন ধরণের টাকা বা অন্য কিছু দাবি করে তাহলে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাইনুল ইসলাম বলেন, ০১৮৬৩ ৯৭৫৬৮২ নাম্বার থেকে একটি প্রতারক চক্র আমার পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষকের কাছে ফোন করে বলে যে, আপনাকে ল্যাপটপ দেওয়া হবে, তাই কিছু টাকা বিকাশ করতে হবে, তখন শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান মইনুলকে বিষয়টি আবগত করেন।
তবে কোন শিক্ষক টাকা প্রদান করেন নাই, এব্যাপারে তিনি আরো বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।