1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

কাশিমনগর পুলিশের অভিযানে গাঁজা মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

মীর দুলাল হবিগঞ্জ থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার পঠিত

মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাড়ি  এস আই  বাবুল এর নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়, পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট)২১ ইং  সকাল ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী’এস আই শাহআলম চৌধুরীর সহ এক দল পুলিশ অভিযান পরিচালনা করেন, উপজেলার চৌমুহনী ইউনিয়নের মেস্তুরী বাড়ি মোড়ে অভিযান চালিয়ে ০৬কেজি গাঁজাসহ জামাল মিয়া(৫০) নামে এক মাদক পাচারকারীকে আটক করে, এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল আটক ও আটক করা হয়।

 

আটককৃত মাদক পাচারকারী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মোঃ  হিরা মিয়ার ছেলে  জামাল নিয়া (২৮) “একই দিন সকালে এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

 

এ বিষয়ে” কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে, জানান আটককৃতের ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting