নতুন কুড়িঁ সিলেট নিউজঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১ সুত্রে জানা যায় সোমবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মিরপুর বাজারের সৈয়দ বশির প্লাজা মার্কেটের প্রমি শিল্পালয় জুয়েলার্স এর সামনে থেকে ৪৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া (২২) কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার মিরপুরের পশ্চিম জয়পুর গ্রামের রফিক মিয়ার পুত্র।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)এর টেবিল ১০(খ)/৪১ ধারায় র্যাব বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা রুজু করে হস্তান্তর করা বলে জানা গেছে।