মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়ানে ধর্মঘর ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদারঃ মোকাদ্দেছ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে মাদক উদ্ধার।
মঙ্গল বার (১৭ ই আগষ্ট) সকালে বিজিবি ক্যাম্পে হাবিলদার মোকাদ্দেছ আলী গন মাধ্যম কে জানান। ১৬ ই আগস্ট দিবাগত রাত ১০ ঘঠিকায় সীমান্ত এলাকার আলী নগর থেকে অভিযান চালিয়ে ০২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক এক ব্যবসায়ী কে আটক করেছেন।
আটককৃত মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে মোঃ আব্দুল নূর (৫২) মাদক আইনে মামলা দায় করে আদালতে প্রেরণ করা হবে জানানো হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ও মাদক উদ্ধারের বিষয় টির সত্যতা নিশ্চিত করেছেন, ধর্মঘর বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদারঃ তোফাজ্জল হোসেন।তিনি জানান মাদকের বিরুদ্ধে সীমান্ত এলাকায় প্রতি দিন অভিযান অব্যাহত রয়েছেন।