মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বাহুবল বাজার থেকে নিষিদ্ধ ৭ কেজি গাঁজাসহ মো. আছকির মিয়া (২৫) নামের এক মাদক সম্রাট কে গ্রেপ্তার করেছে র্যাব-৯,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জের চুনারুঘাটের উপজেলার মুছিকান্দি এলাকার মো. ফজর আলীর ছেলে।
শুক্রবার (১৩ আগস্ট)সন্ধ্যায় বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান, আইনগত ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।