মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ১৩ জুয়ারী কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৪ আগষ্ট) সন্ধ্যা রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর নির্দেশে ওসি তদন্ত মোরশেদ কামাল এর দিক নিদর্শনে এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই (নিঃ) মফিজুল হক, এসআই (নিঃ) মোহাম্মদ জসিম উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান, এএসআই (নিঃ) মোঃ কামাল হোসেন, এএসআই (নিঃ) বিধান রায় সঙ্গীয় ফোর্সসহ জুয়া খেলা অবস্থা জুয়ারী দের গ্রেফতার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পিছনের জনৈক আব্দুল মান্নান এর টিনসেডের চৌচালা ঘরে অভিযান পরিচালনা করিয়া ১৩ জন জুয়ারী দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারীরা হল।শায়েস্তাগঞ্জ পৌরএলাকার দক্ষিন লেঞ্জাপাড়ার রেনু মিয়ার ছেলে ফরিদ আহমেদ (৩১) এক ই এলাকার রমিজ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬),মাজেদ আলীর ছেলে আব্দুল মন্নান (৬০), টেনু মিয়ার ছেলে কবির মিয়া (৩০),মোস্তফা আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪), আওয়াল মিয়ার ছেলে লিপু(৩২), বিরামচর এলাকার আতিকুল্লার ছেলে মাহফুজ মিয়া (২৯),পশ্চিম নছরতপুর এলাকার আবদুল লতিফের ছেলে আব্দুল মালেক (৩০),নুরপুর ইউনিয়নের মালু মিয়ার ছেলে মোঃ আবদাল মিয়া (২৭), বিরাম চরের আবদুল মালিকের ছেলে সুজন মিয়া (৩০),দক্ষিন লেঞ্জা পাড়ার মন্নর মিয়ার ছেলে সুমন মিয়া (২৯),হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইইউনিয়নের যাত্রা বাড়ির মিরাজ মিয়ার ছেলে মোঃ জবরু মিয়া (৩০),নিজাম পুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মোঃ আব্দুল সালামের ছেলে জুয়েল মিয়া (৩২), কে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
তিনি জানান চুরি ডাকাতি জুয়া মাদকের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযান প্রতি দিন অব্যাহত রয়েছে।