মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯
শুক্রবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে, র্যাব জানায়,(১২ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক, র্যাব-৯) ও মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার দেবপুর কলাহাটি গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে হেফাজতে রাখা – ২,৮৯০ পিস ইয়াবাসহ মাধবপুর উপজেলার দেবপুর কলাহাটি গ্রামের মোঃ আব্দুল গফুর ওরফে রুনু মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন (৩০),কে গ্রেফতার করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।