এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবলে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ঘটনায় এক যুবক আটক করেছে বাহুবল থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামে। জানা যায়, স্বস্থিপুর গ্রামের মোঃ সফিকুল ইসলামের কন্যা স্থানীয় নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী ওই সময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে স্বস্থিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে আসিলে স্বস্থিপুর গ্রামের সোয়া মিয়ার পুত্র সুজন (২০) তাকে হারানো টাকা খোজে দেয়ার জন্য ওই স্কুলের একটি ভাঙ্গা দরজা দিয়ে একটি রোমের ভিতরে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় মেয়েটি শোর চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সুজন। পরে বাসায় গিয়ে মেয়েটি পরিবারের লোকদের ঘটনাটি খোলে বললে তারা বাহুবল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষনিক বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত কিশোর সুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।