সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট – সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও সিএনজি’র মুখো-মুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, আজ ১৪ ই মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জ সদর উপজেলার বারগড় ( হালুয়ারগাঁও) এলাকায় সুনামগঞ্জ টু সিলেট মহাসড়কে সুনামগঞ্জগামী সিএনজি ও সিলেটগামী ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে ৩ জনযাত্রী ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন এবং ১জন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। গুরুতর আহত ব্যাক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যাক্তির নাম পরিচয় জানাযায়নি।
এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।