মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ আজ বুধবার থেকে সড়কপথে নির্ধারিত গণ পরিবহনের অর্ধেক চলতে পারবে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনের অর্ধেক চালানোর বিষয়ে ব্যবস্থা নেবে।
বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকে আসন পূর্ণ করে পরিবহন চলতে পারবে,তবে কোনোভাবেই দাঁড়িয়ে বা আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চলাচল করে আসছিলো। এর জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ করে তা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। কিন্তু ১১ আগষ্ট থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আর প্রযোজ্য হবে না।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিআরটিএ বলেছে, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, চালকের সহকারী এবং টিকেট বিক্রির কাজে জড়িত প্রত্যেককে মাস্ক পরতে হবে, রাখতে হবে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার।
যাত্রার শুরু এবং শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে, এর বাইরে সরকারঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালাতে হবে, তা না হলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।