1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

খুলনা আর্ট একাডেমি দুই সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে ফুলের শুভেচছা জানিয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: আজ ১২ই মার্চ  অফিসিয়াল কাজের জন্য আহমেদ হোসাইন ছানু ও মাসুম ভূইয়াকে নিয়ে একটি বিশেষ কাজের জন্য খুলনায় অবস্থান করি। দুই জন সারাদিন অফিসিয়াল কাজ শেষ করে খুলনার আলোচিত প্রতিষ্ঠান যার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।তার হাত ধরে বাংলাদেশের সকল চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে দুইশতর ঊর্ধ্বে শিক্ষার্থীরা ও রয়েছে সেখানে ।

 

ঢাকায় ও রয়েছে তার অনেক ভক্তবৃন্দ। চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম  সব সময় দেখে থাকতপন এই দুই সাংবাদিক । সেখান থেকেই তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। তার সাথে সরাসরি দেখা করার উদ্দেশ্য নিয়ে বিকাল ৫টায় তার মুঠোফোনে যোগাযোগ করলে তাদের স্বাগত জানানো হয় ।

 

 

এবং সেখানে ফুলের শুভেচ্ছা জানানোও হয় এই দুই সাংবাদিক কে।

 

 

এমন চিত্র একাডেমির অফিস রুমে দেখতে পেরেই দুই জন বুঝতে পারলেন  এই প্রতিষ্ঠানের গুরুত্বটা কতটুকু। যতটুকু দেখেছি অনলাইনে তার চেয়েও বেশি দেখা গেলো বাস্তবে। তাদের চোখে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের এই শিল্প সাধনার সাধুবাদ জানান তাহারা  এবং যারা শিল্পপনা ব্যক্তি তাদেরকে এরকম প্রতিষ্ঠানের সঙ্গে থেকে সার্বিকভাবে সহযোগিতা করলে শিল্পচর্চার সুন্দর একটি কেন্দ্র তৈরি হবে এমনটা আশা করেন এই দুই সাংবাদিক । এই দুই জন ঢাকা থেকে খুলনা এসে এই সুন্দর মুহূর্তটি সারা জীবন মনে রাখবো বলেও জানান।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting