সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে ৯নং ওয়ার্ডে বিপুল ভোটে দুই বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য মোঃ সাজিনুর মিয়া৷
খোঁজ নিয়ে জানা যায়, অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এলজিএসপি, কর্মসৃজন, টিআর, কাবিখা, প্রকল্প টাংগুয়ার হাওরে ওয়াচ টাওয়ার নির্মাণ, শ্রীপুর রাস্তায় মাটি ভরাট, ক্লিনিকের রাস্তায় মাটি ভরাট, মন্দিয়াতা স্কুল হতে তের মুখি ঘর পর্যন্ত রাস্তা নির্মাণ, পুরানগাঁও আব্দুল গণির বাড়ি পর্যন্ত মাটি ভরাট, মইয়াজুড়ি ইসমত আলীর বাড়ি হতে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় হতে শুকুর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, শস্মাণ ঘাটে মাটি ভরাট, মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলা পাঁকাকরণ, জয়পুর আলামিনের বাড়ি হতে নতুন মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ৷
এছাড়াও মুজগাই কালি ঘর সংলগ্ন মুজিব কেল্লা প্রকল্প বাস্তবায়নে ৯নং ওয়ার্ডের ভূমিহীনদের পাঁকা ঘর বরাদ্ধে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছেন মোঃ সাজিনুর মিয়া৷ তিনি নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় দুস্ত ও গরীব লোকদের মধ্যে ভিজিডি কার্ড প্রদান ও বন্যা দুর্গত বানবাসীদের মধ্যে ভিজিএফ কার্ডের মালামাল বিতরণ৷ এদিকে ৯নং ওয়ার্ডের প্রায় ৪৫০টি পরিবারের মাঝে টিসিবির কার্ড বিতরণ৷ তিনি ৯নং ওয়ার্ডে দুস্ত অসহায় জনসাধারণের পাশে সর্বদাই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এমনটাই প্রত্যাশা করছেন এলার সচেতন মহল। তিনি অসহায় বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সুব্যবস্থাদি করে দিয়েছেন৷ এমন মহতি কার্যক্রমে ওয়ার্ডবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হরহামেশাই৷
ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, গত ২২ ফেব্রুয়ারি ভূমি খেকো সিন্ডকেট চক্রের মূল হোতা মোঃ আব্দুল কাদির এর বিরুদ্ধে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। তার অপরাধ ডাকতে গত ২৬ ফেব্রুয়ারি মোঃ আব্দুল কাদির আমার বিরুদ্ধে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবরে সরকারি ভূমি দখল করে পুকুর তৈরি করছি এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, ২৬৯ নং দাগে যে অভিযোগ করা হয়েছে সেই ভূমি আমার পৈত্তিক সম্পত্তি। প্রতিপক্ষ গংদের সাথে আমার নির্বাচনী পূর্ব বিরোধ রয়েছে। আমার সরকারি উন্নয়ন মূলক কাজে আব্দুল কাদির গংরা প্রায়ই বাধার সৃষ্টি করে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়।