সাহেদ আহমেদ গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ গোসাইরহাট উপজেলায় আওয়ামীলীগের ঘাটি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই যেখানেই গিয়েছি জনসমর্থক আকাশ চুম্ভি শরীয়তপুর জেলায় একই চিত্র।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল শরীয়তপুরের গোসাইরহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এসময় মন্ত্রীর আগমনে স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরন করেন এসময় মন্ত্রী স্থানীয় দাশের জংগ বাজারের ফুটবল ময়দানে এক সমাবেশে যোগদান করেন তার আগমনে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে সভায় উপসস্থিত হন। এরআগে মন্ত্রী ভেদরগঞ্জ থানা, ডামুড্ডা থানার শুভ উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও আইনি শাসন প্রতিষ্ঠায় জনগনের আস্থা অর্জন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আবারও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। এসময় মন্ত্রী গোসাইরহাটে একটি নৌ পুলিশ স্থাপন করার কথা জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী শরীয়তপুর -২ আসনের এমপি এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
শরীয়তপুর- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। শরীয়তপুর পৌর মেয়র পারভেজ আহমেদ জন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী ভইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য আব্রাহাম লিংকন, সভাটি সভ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেওয়ান মো. শাহজাহান এবং সভাপতিত্ব করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান সিকদার। এছাড়াও বীর মুক্তিযোদ্বা এই সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।