এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জঃ হবিগঞ্জের লাখাইয়ে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনায় চোরকে পুলিশে সোফর্দ করেছে মসজিদ কমিটির লোকজন। লাখাই থানা ও মসজিদ কমিটির সুত্রে জানা যায় বুধবার (৮ মার্চ)২৩ ইং তারিখ দিবাগত রাতে ভাদিকারা উওরগ্রাম তালুকদার বাড়ী জামে মসজিদের মাইকের দুইটি মেশিন চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ভাদিকারা পূর্ব মধ্যগ্রামের দোকানদার সুন্দর আলীর দোকানে চোর শাপি উদ্দীন সিগারেট কিনতে গেলে ঐ পাড়ার মোঃ ইছু মিয়া মাইকের দুইটি মেশিন দেখতে পেয়ে চোর শাপি উদ্দীন কে জিজ্ঞেস করে এই মেশিন গুলি কোথায় থেকে এনেছ জানতে চাইলে চোর শাপি উদ্দীন সঠিক উওর দিতে না পারায় ইছু মিয়ার সন্দেহ হলে তাকে আটক করে।
এ খবর গ্রামে চড়িয়ে পরলে মসজিদ কমিটির লোকজন এসে তাদের মসজিদের মাইকের মেশিন চুরি যাওয়া মাল সনাক্ত করে। ভাদিকারা গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে শাপি উদ্দীন (১৬) ও ফকির মিয়ার ছেলে মশাহিদ (২৫)কে চোরাইকৃত মাইকের দুইটি মেশিন সহ লাখাই থানার পুলিশের কাছে তুলে দেন।
এ ঘটনায় মসজিদ কমিটির সদস্য মীর বাছির উদ্দিন বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেছে। আটককৃত আসামীদেরকে বৃহস্পতিবার (৯ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। এ ঘটানার বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করেন।