মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন – জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর পাশাপাশি প্রশিকা মানবিক উন্নয়ন, ডাসকো ফাউন্ডেশন, ব্রাক- সাঃ ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি র আয়োজন উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা হয়।
এর আগে এক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা লেডিস ক্লাব এর সভাপতি তাবাসসুম আক্তার।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, ব্যাক এসোসি: অফিসার শ্যামলি আকতার, ডাসকো ফাউন্ডেশন এর সমন্বয়ক আবু হেনা ফিরোজ, এ্যাড.এ্যাসিঃ গোলাম রাব্বানী, ও প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক রবিউল ইসলাম, এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক চঞ্চল হোসেন, আঃ সাত্তার প্রমুখ।