বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীসমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলনও অধার ভাঙ্গার শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসকের সহধর্মীনী নাহিদা আক্তার।