গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশের সবচেয়ে বড় দেশি বাইকারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ফেব্রুয়ারি) সকাল থেকেই জৈন্তাপুরের পর্যটনকেন্দ্র জৈন্তা হিলস রিসোর্টে দেশি বাইকার.কমের শেল এডভান্স আয়োজিত ২য় বারের মত আউট রাইডার শো অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রীত প্রায় ৬০০ জনের মত বাইকার অতিথি ছিলেন।
জমজমাট আয়োজিত এই অনুষ্ঠানে দিনব্যাপি নানা রকম ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো ছিল।
র্যালি, থ্রিলার চ্যালেঞ্জ, গেম শো, র্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দিনব্যাপি আনন্দ-উল্লাস করে বাইক শো উদযাপন করেন বাইকাররা।
দেশি বাইকার মিলনমেলায় স্পন্সর হিসেবে ছিল, শেল এডভান্স কো-স্পন্সর: হিরো বাংলাদেশ, রাইদা ট্রেড ইন্টারন্যাশনাল, গোল্ডেন মটরস, ট্যুরিনো টায়ার, বাইক লক, ফ্লেমিংগো, ভোভোপিপ, কাইট প্রিমিয়াম টায়ার জেল।
বাইকার মিলনমেলার আয়োজকরা জানিয়েছেন, আমরা দেশি বাইকার ডট কম মূলত মোটরবাইক ঢাকার সাইকেলের একটি পোর্টাল।
মোটরসাইকেলের পোর্টালের পাশাপাশি যারা বাইকার রয়েছে যারা মোটর ট্রাভেলিং পছন্দ করে তাঁদের এই নেটওয়ার্কিংকে মেইনটেইন করি। তো এরই ধারাবাহিকতায় আমরা চিন্তা করি সাধারণত এই মোটরসাইকেল রিলেটেড ইভেন্টগুলো বেশিরভাগ ঢাকার মধ্যেই হয়ে থাকে। তাই আমরা মনে করি, শুধু ঢাকার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে না, ঢাকার বাইরেও যাতে এই ধরনের ইভেন্টগুলোর আয়োজন করা হয়।
কারণ ঢাকার বাইরেও অনেক বাইকার আছেন, অনেক মোটর ট্রাভেইলার আছেন। তাদের যে নেটওয়ার্কিং কিংবা যে বন্ডিং এটা দরকার আছে। তাঁদেরও একটা ইন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে। সূতরাং যার জন্য আমরা এই আউট রাইডার নামের একটা অনুষ্ঠানের আয়োজন করি।
এখানে সকাল থেকেই দিনব্যাপি আমাদের আয়োজন চলছে। সিলেট বিভাগের বিভিন্ন যায়গা থেকে অতিথিরা একত্রিত হয়েছেন। আনন্দ উপভোগ করছেন।
সিলেটে এটি আমাদের ২য় আয়োজন। আমাদের প্রথম ইভেন্টটি হয়েছিলে রংপুর ডিভিশনে। অনুষ্ঠানে আয়োজকদের মধ্য থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।