1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

বাহুবলের মিরপুর ইউনিয়নের রাস্তা সংষ্কারে প্রশাংসায় চেয়ারম্যান প্রার্থী শামীম

নতুন কুড়িঁ সিলেট নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৬২ বার পঠিত

নতুন কুড়িঁ সিলেট নিউজঃ বাহুবল উপজেলার জনগুরুত্বপূর্ণ মিরপুর বাজারের মহাশয়ের বাজার সড়কটিতে ইটের আধলা রাবিশ ফেলে সংষ্কার করে দিচ্ছেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান মেম্বার সকলের প্রিয় মুখ সদা হাস্যজ্বল ব্যক্তিত্ব শামীম আহমদ।

 

সোমবার সকাল থেকে খনাখন্দকে ভরপুর রাস্তাটিতে ইটের আধলা রাবিশ ফেলে সড়ক দুর্ঘটনা রাঘব করে দিচ্ছেন তিনি।

 

ভূগলী গ্রামের টমটম চালক রুবেল আক্ষেপ কর বলেন, ওই রাস্তা দিয়ে জীবনের ঝুকি নিয়ে গাড়ি চাাচ্ছিলেন। কখন উল্টে যায় টমটম এই অশান্তি নিয়ে চালাত গাড়ি। মেম্বার শামীম তাদের অশান্তি দুর করে দিয়েছেন।

 

নোয়াগাও গ্রামের নারী যাত্রী রাবেয়া বলেন, চৌমুহনা থেকে নামতেই গর্ত, গর্তগুলি উপেক্ষা করে যেতে যান আল্লাহর কাছে থাকে।

 

তিতারকোনা গ্রামের জমির উদ্দিন বলেন, কিছু দিন আগেও একটি টমটম নারীসহ ৫জন যাত্রী নিয়ে উল্টে যায়। শামীম মেম্বারের বদৌলতে অন্তত বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারব।

 

তুঙ্গেশ্বর গ্রামের ইছার উদ্দিন করাঙ্গীনিউজকে বলেন, ওই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত জনপ্রতিনিধি আসা যাওয়া করেন। কিন্তু তাদের চোঁখ আল্লায় অন্ধ বানাই দিছে। শামীম মেম্বার সাহেব যে কাজটা করে দিচ্ছেন সেটা মানবতা। তিনি মিরপুর ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা।

 

মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামীম মেম্বার করাঙ্গীনিউজকে বলেন, আমার ইউনিয়নের যত সমস্যাই আমার চোঁখে পড়বে আমি চেষ্টা করব সব সমস্যার সমাধান করে দিতে। দীর্ঘদিন ধরে আমার প্রিয় টমটম চালক ও সিএনজি চালক ভাইয়েরা জীবনের ঝুকি নিয়ে যাত্রীদের বাড়ি পৌঁছে দিচ্ছেন। এই রাস্তাটি অনেক আগেই সংষ্কার করে দিতাম কিন্তু সময়ের কারনে হয়ে উঠেনি।

 

তিনি বলেন, শুধু এই রাস্তাই নয় ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তা, বাড়ির রাস্তা সংষ্কার করে দিচ্ছি নিজস্ব তহবিল থেকে।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting