মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) আল আমীন এর দিক নিদর্শনায় এস আই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
শনিবার (০৭ই আগষ্ট) ২১ ইং সন্ধ্যা সারে ৭ ঘটিকায় হবিগঞ্জ বাইপাস সড়কের বিসিক শিল্প এলাকায় একটি মোটর সাইকেল আটকিয়ে তল্লাসি চালিয়ে মাদক সহ তিন জন কে আটক করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম নাজিম (২৯), গোপায়া গ্রামের আব্দুল খালেকের পুত্র বাদশা মিয়া (২৩) ও বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সাইদুল হক (৪০)।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ হবিগঞ্জ বাইপাস সড়কের বিসিক শিল্প এলাকার অদুরে অবস্থান নেয়। এ সময় মোটর সাইকেল আরোহী হাফিজুল ইসলাম নাজিম ও বাদশা মিয়ার দেহ তল্লাসী করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
অপর দিকে গতকাল ৬ আগষ্ট দুপুরে ডিবি’র এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন। একই সময়ে নন্দীপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম (৪০) আটক ও তার দেহ তল্লাসী করে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।