আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোর যেন মৃত্যুর ফাঁদ !
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার তিন মাথার মোড় যেন একটা মৃত্যুর ফাঁদে পরিনত৷ ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বান্দাইখাড়া বয়তুল্যাহ সেতু থেকে নামতে গিয়ে ব্রেক ফেল হয়ে অল্পের জন্য বেঁচে গেলো বহু লোকের প্রান, এমন কি রাস্তায় চলাচল করত অনেক যানবাহনের ড্রাইভার ও মালিকও রক্ষা পেলেন, এমনই মন্তব্য করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে অটোভ্যান ঢাকা মেট্রো উ-১৪-৩৪১১ ব্রেক ফেইল করায় সামনে থাকা গাড়ির পিছনে মারলে তার চুরমার হয়ে যায়। বৃহস্পতিবার সকালে এমনই ঘটনা ঘটে পরে স্থানীয় লোকজন অটোভ্যানের ড্রাইভার কে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানান এখানে প্রায়ই এধরনের ঘটনা ঘটে। এ বিষয় স্থানীয় প্রবীণ মুরুব্বি আব্দুল হেকিম জানান যে এই জায়গায় আগে ঘটনা গুলো আমরা দেখছি কিন্তু কোনো লোক যে এই জায়গার বিষয় কোনো খবর নেন না।
তিনি আরো জানান প্রতিনিয়ত এই দূর্ঘটনা হওয়ার কারনে সাধারণ জণগন একটা আতঙ্ক নিয়ে রাস্তা চলা চল করতে হচ্ছে। আমাদের দাবি এই বধ্যভূমির সুন্দর পরিবেশ তৈরি হোক তা হলে হয়ত আর এমন দূর্ঘটনা না ও ঘটতে পারে।