1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

কার্যত লকডাউনে ভিক্ষাবৃত্তি বন্ধ ও প্রতিবন্ধি ভাতাও এবার না পাওয়ায় অসহায়ত্ব দিন কাটাচ্ছেন ভিক্ষুক আঃ রউফ

এফ আর হারিছ বাহুবল থেকে
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৫৪ বার পঠিত

এফ আর হারিছ, বাহুবল থেকেঃ  আজ থেকে প্রায় ২০/২৫ বছর পূর্বে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের রাজসূরত গ্রামের মৃত মনজব উল্লার পুত্র আব্দুর রউপ অভাবের তাড়নায় সকল সহায় সম্ভল বিক্রি করে ইউনিয়নের নোয়াঐ গ্রামে বিয়ে করে ঘর জামাই হিসেবে সেখানেই বসবাস করে আসছেন । নিজে প্রতিবন্ধি হওয়ার কারনে ক্ষমতানুসারে শ্বশুর বাড়ি থেকে অন্যের জমিতে কাজ করেই সংসার চালাতেন আব্দুর রউপ।

২০০৫ সালে হঠাৎ বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারনে কোনো কাম কাজ করতে না  পারায় অভাব যেনো তাদের পরিবারেরই সদস্য হয়ে উঠে। এক পুত্র ও এক কন্যা সন্তানকে  নিয়ে তখন অতি কষ্টে দিন কাটান তিনি।

 

পরে ২০০৬ সালে পুটিজুরী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী তাকে একটি প্রতিবন্ধি কার্ড করে দেন, তখন প্রতিবন্ধি  ভাতা আর ভিক্ষা করেই ৪ জনের জীবন চলতো। কিন্তু কার্যত লকডাউনের কারণে এখন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাও মুশকিল হয়ে উঠেছে। এর মধ্যে  তার প্রতিবন্ধি ভাতাও কয়েকমাস যাবৎ পাচ্ছেন না।

 

ভাতা পাবেন কিনা তাও জানেন না। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না। আব্দুর রউপ এর বয়স এখন ৬২ বছর চলছে।  তার ছেলের বয়স ১২/১৩ বছর হবে। গত ২ বছর পূর্বে গাছ থেকে পড়ে তার ছেলের একটি হাত ভেঙ্গে যাওয়ার কারনে বর্তমানে দুজনেই প্রতিবন্ধী। কার্যত লকডাউন ও অসুস্থার কারণে বাহিরে বেরোনো বন্ধ হয়ে গিয়েছে তাদের। অসহায় হয়ে শ্বশুর বাড়ির একটি ঝুপড়ি ঘরেই দিন কাটাচ্ছেন তারা।

 

এ বিষয়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন আহমেদ বলেন, এবার পরিষদে ১২৭টি বয়স্ক ভাতার কার্ড বাতিল হয়েছে।

 

এ তালিকায় তার নাম আছে কিনা তা দেখতেছি। স্থানীয় ওয়ার্ড মেম্বার এনামুল হক বিষয়টি দেখার আশ্বাস দিয়ে ১ মাস হয়ে গেলেও তার দেখার আর শেষ হলনা। এমন্তাবস্তায় অভাব অনটনে প্রতিবন্ধি আব্দুর রউপ এর জীবন শেষ হয়ে যাবার উপক্রম।

এ ব্যাপারে প্রতিবন্ধি বৃদ্ধ আব্দুর রউপ জানান, তিনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে  সরকারী কোনো সহায়তা পান না। মেম্বারের কাছে গেলে মেম্বার আগামি মাসে নাম দিবে,

 

পরের মাসে নাম দিবে বলে দিন ঘনিয়ে যাচ্ছে। তবে মেম্বার এনামুল হক বলেন, সে মিথ্যে বলেছে,  আমি মাজে মধ্যে তাকে ১০ কেজি ২০ কেজি করে চাল দিচ্ছি। তাছাড়া তার স্ত্রীর নামে ১০ টাকা কেজি চালের একটি কার্ড আছে।

 

বাহুবল উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রউপ এর প্রতিবন্ধি ভাতার বিষয়টি লকডাউনের পরে দেখবেন বলে জানিয়েছেন।  বর্তমানে অভাব নামক দানবের হানায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে আব্দুর রউপ এর পরিবার।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting