শ্যামল চন্দ্র রায় নীলফামারী প্রতিনিধি: জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষীমাড়াই সার্বজনীন রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দিরে বিশ্ব শান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক, সংসদ সদস্য নীলফামারী- ৩ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখা।আবু সাঈদ শামীম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখা, সফর সঙ্গী ছিলেনঃসুনিল চন্দ্র রায়, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শিমুলবাড়ী ইউনিয়ন শাখা, রাম মহন্ত, সাবেক, সাধারন সম্পাদক, বাংলাদেশ তাতী লীগ, জলঢাকা উপজেলা শাখা, সফিউল্লা সফি, সাবেক, যুবলীগ নেতা শিমুলবাড়ী ইউনিয়ন শাখা, শাহিন মাস্টার, সাবেক, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিমুলবাড়ী ইউনিয়ন শাখা, পরবানন্দ রায়,সাবেক, ইউ. পি সদস্য, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদসহ আরও অনেকেই।