মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ চুনারুঘাটে মাদবপুর লাখাই বানিয়াচং হবিগঞ্জ সহ বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ ।
বারবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজই হচ্ছে বলে জানা এ সকল এলাকাবাসী, উল্টো ৩৩ কেভি (পাওয়ার স্টেশন) ডিফল্টের কথা শুনিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে হবিগঞ্জ বিদ্যুৎকর্তৃপক্ষ।
স্থানীয় সুত্রে জানা যায়, ভয়াবহ লোডশেডিং কখনো ৩ ঘন্টা, কখনো ৬ আবার কখনো কখনো ৯ ঘন্টাও স্থায়ী করে রেখেছে কতৃপক্ষ।
প্রচন্ড গরমে এই লোডশেডিং যেন হবিগঞ্জের মানুষ কে অনিষ্ট করে পেলেছে। সাধারণদের অভিযোগ, সামান্য বাতাস আসলেই বিদ্যুৎ চলে যায়, এরপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ এর দেখাই নেই।
কখনো যদি আচমকাই আসে তা-ও আবার মিনিট পাঁচ এক পরে চলে যায়, এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও মিলছেন সাড়া৷ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন হটকারীতার তীব্র সমালোচনা করছেন ভুক্তভোগী এলাকা বাসিরা।