শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বসবাসরত মাধবপুরবাসীদের সংগঠন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকর্পোরেটেড এর উদ্যোগে মাধবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় একটি হোটেলেএ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জকি উদ্দিন চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মুসা মিয়া, গোলাম কিবরিয়া এমরান নুরুল্লাহ ভুইয়া প্রমুখ। বৃত্তিপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষার্থী সাজিদুর রহমান।
অনুষ্টানে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন অনুদানের নগদ অর্থ প্রদান তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্টান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারী সৈয়দ মোশাররফ হোসেন।