মো: আব্দুর রহমান শাহীন,বগুড়া প্রতিনিধিঃ২৩ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২টায় শহরের ২য় বাইপাস বনানী-বাগবাড়ি দ্বি-মুখী রাস্তায় সুজাবাদ এলাকা বিদ্যুৎ বিতরন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প জোন অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাগবাড়ী সড়ক থেকে আসা বাস এবং বগুড়া থেকে বাগবাড়ী যাওয়া সি.এন জির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের শজিমেক হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশু মৃত্যু হয়। এ সময় আহত ড্রাইভারকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে বাগবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।