চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগে পুনঃনিয়োগ এবং গভর্নিংবডির সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সচেতন মহলের ব্যানারে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ সময় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী ফজলু মিয়া এবং অফিস সহায়ক প্রার্থী হৃদয় মিয়া জানান, প্রধান শিক্ষক এবং সভাপতি তাদের সাথে অন্যায় করেছেন। তারা টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন । তারা আরো জানান যে এই নিয়োগ বাতিল করা হোক। একই সাথে তাদের অপসারণ চান এই দুই আবেদনকারী।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১২ জন প্রার্থীর মাঝে মাত্র ৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। বাকিদেরকে তারা চিঠি দেয়নি। এই নিয়ে এলাকাবাসী আন্দোলন করছে আমরা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানাই।
এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়লে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি আব্দুল আওয়াল ও প্রধান শিক্ষক আফজাল চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।