নতুন কুড়িঁ সিলেট নিউজঃ হবিগঞ্জের বাহুবলে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামিলীগ বাহুবল উপজেলা শাখা ও সদর ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর নূর মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের উপদেষ্টা ও বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ্ আওলাদ মিয়া।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রমিজ আলী, বাহুবল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বেনু দেব, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ৩নং সাতকাপন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শায়খুল ইসলাম জমসেদ, সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। বাঙ্গালী জাতি হিসেবে আজ আমরা তাদের স্মরন করা নৈতিক দায়িত্ব।
আজ বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকিতে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রয়াত আত্মার মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।