মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী
বৃহস্পতিবার (০৫ ই আগষ্ট) হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, হবিগঞ্জ জেলা প্রশাসন।
শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ইশারাত জাহান হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির (এমপি,) সুযোগ্য পুলিশ সুপার এস,এম মুরাদ আলী,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা। শ্রদ্ধা শেষে বৃক্ষ রোপন করেন।