মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সিরাজুল ইসলাম নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সোমবার সকালে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।
পারাবত এক্সপ্রেস ট্রেন যোগে দুপুরে কুলাউড়ায় পৌছলে, একাত্তরের নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, একাত্তরের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক এম এ সালাম, সিনিয়র সহ সভাপতি বাবু গৌরাঙ্গ দেবনাথ,সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি এম এ সহিদ,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,সাংগঠনিক সম্পাদক হেকিম ইমন, দপ্তর সম্পাদক মতিউর রহমান রাজীব ,সমাজকল্যাণ সম্পাদক রুস্তম আলী ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্ধ।
উল্লেখ্য সাধারন সম্পাদক এম এ সালাম , হেকিম ইমন এবং তথ্য ও গবেষণা বিযয়ক সম্পাদক জাহেদ আনোয়ার চৌধুরী ঢাকা শাহজালাল বিমানবন্দরে উপস্হিত হয়ে এডভোকেট সিরাজুল ইসলামকে স্বাগত জানিয়েছেন।