মোঃ জাকির হোসেন(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার ( ১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় জুড়ী মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বর্ণিল এ উৎসব পালন করা হয়।
জুড়ী প্রেসক্লাবের সভাপতি, মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজীর আহমেদ রাসেলের উদ্যোগে ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ এ্যাডভোকেট আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ জুয়েল রানা, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনিষ্টক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ডাঃ আল-আমিন তালুকদার, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক ও মাইটিভি জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জায়েদুল ইসলাম জায়েদ, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাকির হোসেন, ফাহাদ আহমেদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজীর আহমেদ রাসেল ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) ইমাদ উদ-দীন।
সভায় বক্তারা বলেন, দৈনিক মানবজমিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।