হেলেনা আক্তার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে, উপ-পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া চক্রের সদস্য ৪ জনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ী চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের নিকট থেকে জব্দকৃত মোবাইল, বিকাশ রকেট৷ ও ব্যাংক হিসাব থেকে ও তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বাংলাদেশে অবৈধ অনলাইন জুয়াড় প্লাটফর্ম, betbee.live, velki.live, baji365.live, maza.live,winbuzz.bet, ag.velkiex.live, ও betbuzz365, ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইসে ইন্টারনেট সংযোগ নিয়ে Google chorme ব্রাউজ ব্যবহারের মাধ্যমে সমাজের উটতি বয়সের যুবকদের আসক্ত করে বিদেশে পাচার করে নেয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা।
তারা মালয়েশিয়া/দুবাই/ এর মোবাইল নাম্বার ব্যবহার করে WhatsApp Business Account খুলে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে যোগাযোগ করে থাকে। এই সার্ভারটি প্রধানত নিয়ন্ত্রণ করে থাকে।
velki.live এর এডমিন আকাশ মালিক ওরফে রনি( বাংলাদেশী বংশোদ্ভূত দুবাই প্রবাসী) তিনি এটিকে ওয়েব সাইটের মাধ্যমে বিভিন্ন বিদেশী নাম্বার ব্যবহার করে সারা বাংলাদেশের ৫ টি লেয়ার তথা (১) এডমিন (২) সাইট সবা এডমিন (৩) সুপার এডমিন (৪) মাষ্টার এজেন্ট (৫) ইউজার ( রুট লেভেলের ব্যবহারকারী) লেয়ার বিভক্ত করে। প্রতিটি লেয়ার তার উপরের লেয়ারের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করে থাকে।
এই ডিজিটাল লেনদেন মূলত সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট, ফুটবললীগ, টেনিস এবং বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমে প্রধানত জুয়া খেলা হয়। ব্যবহারকারী জয়ী হলে ডিজিটাল কয়েন ফেরত নিয়ে এর বিপরীতে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা গ্রহণ করে থাকে।হারলে তার পুরো ডিজিটাল কয়েনটাই পর্যায়ক্রমে জুয়া পরিচালনাকারীর কাছে জমা হয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, ও এমএফএস (বিকাশ/নগদ/রকেট) যাচাই করে দেখা যায় যে, বিপুল পরিমাণে ই-ব্যাংকিং এর মাধ্যমে লেনদেনকৃত টাকা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে ফলে দেশ হতে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
এ সংক্রান্ত গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানা কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ মামলা রুজু এবং সিআইডি কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা গ্ের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কমিশনার নির্দেশনায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।