স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে অসহায় পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলায় ওই গ্রামের তোফায়েল আহমেদ ( ২৬) নামের যুবককে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনীর লোকজন৷ আহতকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার শিবলু মিয়া (৩৮) কে ও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয৷
আহতদের উদ্ধার করে করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দু’দিন পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷
সেখানে চিকিৎসা শেষে গত ১৩ ফেব্রুয়ারী বাড়ী ফেরার পথিমধ্যে আবারো রাত ২টার দিকে রোগী ও তার আত্মীয়দের পথরোধ করে ২ দফায় হঠাৎ অস্ত্র শস্ত্র সহকারে সন্ত্রাসী হামলা চালায় তোফায়েল আহমেদের উপর একই গ্রামের মৃত একরাম উদ্দীনের পুত্র আম্বিয়া,কদ্দুছ মিয়ার পৃত্র রফিক মিয়া, নিজাম উদ্দিনের পুত্র ইমরান মিয়া সহ তাদের পক্ষের লোকজন৷
এসময় আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন৷ পূণরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ ফেব্রুয়ারী রাতেই নিয়ে সেখানে ভর্তি করেন৷ এঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ এখন পর্যন্ত কোনো৷ আইনী পদক্ষেপ নেননি নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, বলে অভিযোগ করেন আহতরা৷ ফলে দফায় দফায় হামলায় ক্ষতবিক্ষত যুবক৷
আহত তোফায়েল আহমেদ আরো বলেন আমার পিতার নামে ওয়াকফ কৃত দেবপাড়া মসজিদ কমিটির জায়গায় নির্মাণাধীন দু’তলা বিল্ডিং প্রতিপক্ষ জব্বার মিয়া গং জবরদখল করতে চায়৷ এ ঘটনা নিয়ে হামলার সূত্রপাত ঘটে৷
এঘটনায় অসহায় নির্যাতিত ও সন্ত্রাসী হামলার শিকার পরিবারের লোকজন চরম আতংকে দিনাতিপাত করছেন৷ তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন৷