মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ প্রবাসে বসেও দেশের মানুষের কল্যাণে যারা কাজ করছেন এবং দেশের অর্থনীতি চাকা সচল রাখতে যারা অগ্রণী ভূমিকা রাখছেন সেইসব প্রবাসীদের সংবর্ধনা দিয়েছন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার প্রবাসী সমাজসেবক সংস্থা। পাশাপাশি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ওই সংস্থা। এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে “সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন” এবং “হাজী মনোহর আলী ফাউন্ডেশন”।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এম.জেড কমিউনিটি সেন্টারে জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় প্রবাসীদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ জুড়ী উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আল-আমিন তালুকদার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মনোহর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আজমল আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহেদুল ইসলাম, আমেরিকা প্রবাসী আব্দুল মালিক সাচ্চু, জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডোকেশন ট্রাস্ট ইউকে’র অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম, আমেরিকা প্রবাসী রাহেদ উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এম জহির উদ্দিন, কাতার প্রবাসী মোঃ মিছবাহ আহমদ, জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজি, সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের সদস্য কবির উদ্দিন, সৈয়দ মনিরুল ইসলাম, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল আহমদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী আমজাদ হোসেন, সমাজসেবক শাহীন আহমদ রুলন, প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সাগরনাল ইউপি সদস্য সানাউল চৌধুরী শাওন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন সামছু, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ.আর সাজেদ, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহবুব, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল-আমিন খাঁন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, প্রবাসীদের নিয়ে এমন আয়োজনকে আমি স্বাগত জানাই। আমরা যখন বিভিন্ন দেশে যাই তখন দেখি আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিনরাত কত কষ্ট করেন। আজকের এই প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং কাজ করছে। শেখ হাসিনা সরকার প্রবাসীদের জন্য খুবই আন্তরিক। আমি আশাকরি জুড়ী উপজেলা প্রবাসী সমাজসেবক সংস্থা তথা সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন এবং হাজী মনোহর আলী ফাউন্ডেশন মানুষের কল্যাণে আরো অনেক কাজ করে যাবে।