নতুন কুড়িঁ সিলেট নিউজঃ হবিগঞ্জের উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদটি জেলার একটি ঐতিহ্যবাহী মসজিদ যা সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসন আমলে নির্মিত হয়।
হবিগজ্ঞের জেলাপ্রশাসক ইশরাত জাহান যোগদানের পরই ওই ঐতিহাসিক মসজিদটি পরিদর্শনে যান।
এ সময় স্থানীয় লোকজন মসজিদে একটি অজুখানা স্থাপনের জন্য দাবী জানান।জেলা প্রশাসকের সক্রিয় ভূমিকায় একটি দৃষ্টিনন্দন অজুখানা নির্মাণ করা হয়।
১৬ মে আনুষ্ঠানিক ভাবে দৃষ্টি নন্দন অজুখানার উদ্বোধন করা হয়। অজুখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর বর্ণালী পাল, সহকারী কমিশনার নাভিদ সারওয়ার এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ।