হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ১ কৃষাণী ও ১ গৃহবধুর মৃত্যু হয়েছে
জানা যায় যে, ৪ঠা মে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত ষতীশ সরকারের স্ত্রী লক্ষী সরকার( ৪০) নামে ১ কৃষানী ও সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবিদাসের কন্যা করমতি রবিদাস নামে ১ গৃহবধূ বাড়ি আঙ্গিনায় গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় বজ্রপাতে নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকা সূত্রে জানা যায় হাওরের ভানু হাজীর পুকুরপাড়ের নিকটে ধান কুুুড়াতে (লুড়তে) ছিল। প্রচুর বৃষ্টি ও বজ্রপাতে হাওর চমকে ছিল। এসময় বজ্রপাতে ঐ কৃষাণি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার শরীর বজ্রপাতে জলসে গেছে। নিহতের ২মেয়ে ও ১ছেলে রেখে মারা যান । তার সন্তানরা হচ্ছে, সীমা সরকার, শিউলি সরকার ও জন্টুু সরকার।