1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

সুনামগঞ্জের ছাতকে অজ্ঞাতনামা কিশোর হত্যায় স্বামী স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৪৪ বার পঠিত

সেলিম মাহবুব, ছাতক থেকেঃ  সুনামগঞ্জের ছাতকে  চাঞ্চল্যকর ক্লু-লেছ  হত্যা মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার। খুনিচক্র টি একটি (১৩/১৪) বছরের অজ্ঞাত নামা এক কিশোরকে পরিকল্পিত ভাবে হত্যা করে বিষাক্ত পদার্থ দিয়ে মুখ মন্ডল সহ শরীর ঝালিয়ে দেয় এবং গত ০৩/০৩/২০২১ ইং তারিখ গভীর রাতে ছাতক থানাধীন লাফার্জঘাটের দক্ষিন পার্শ্বে  দক্ষিন বাগবাড়ী একটি পতিত জমিতে লাশটি লোক চক্ষুর আড়ালে ফেলে রাখে। উল্লখ্য যে গত ০৪/০৩/২০২১ ইং তারিখ  সকাল অনুমান ১০ ঘটিকার সময় ছাতক থানাধীন দক্ষিন বাগবাড়ী গ্রামের জনৈক হাজী বাবুল মিয়ার পতিত জমিতে বিকৃত করা লাশটি স্থানীয় জনগন দেখতে পেয়ে ছাতক থানা পুলিশ কে খবর দেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন’র নির্দেশে ছাতক থানার  এসআই মাসুদ রানা মৃত কিশোরের (লাশটির)  সুরতহাল রিপোর্ট তৈরী করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষে  লাশ পোষ্ট মডেমের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরন করেন। মৃত কিশোরের কোন পরিচয় , দাবিদার বা হত্যার কোন ক্লু না পাওয়ায় এসআই মাসুদ রানা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-০৬ তারিখ-০৪/০৩/২০২১ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন।

 

উক্ত মামলার তদন্তভার এসআই আসাদুজ্জামান এর উপর অর্পন করেন। এসআই আসাদুজ্জামান প্রায় দুইমাস তদন্ত করার পর ও মামলার কোন রহস্য উদঘাটন সহ মৃত কিশোরের পরিচয় সনাক্ত করিতে না পারায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম মহোদয়ের নির্দেশে চাঞ্চল্যকর ক্লু-লেস মামলার পরবর্তী তদন্তভার ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর উপর অর্পন করেন । সুনামগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম মহোদয় সহ ছাতক সার্কেল বিল্লাল হোসেন, অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন’র দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার ছাতক থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এক সপ্তাহের মধ্যেই  চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করতে সক্ষম হন এবং মৃত অজ্ঞাতনামা কিশোরের পরিচয় সনাক্ত  করিতে সক্ষম হন।

 

মৃত কিশোরের নাম সাব্বির হোসেন(১৩ থেকে ১৪), বাড়ী মৌলবীবাজার জেলার জুড়ি থানা এলাকায়। লাশটি পাওয়ার স্থান হইতে অনুমান ১৫০গজ দুরে ছাতক পৌরসভার  ৫ নং ওয়ার্ডের (লেবারপাড়া) দক্ষিণ বাগবাড়ী আবাসিক এলাকার বাসিন্দা  আসামী তাজুল মিয়া ওরপে খসরুর বসতঘরের ভীতরে কিশোর সাব্বির হোসেনকে  নির্মম ভাবে হত্যা করে এবং লাশ বিষাক্ত পদার্থ দ্বারা পোড়াইয়া বিকৃত করিয়া সহ লাশ ঘুম করার ঘটনায় জড়িত থাকায় ছাতক থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই উজ্জল মিয়া , এএসআই মোহাম্মদ আলী সহ সংঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র তাজুল মিয়া ওরফে খসরু (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। বর্তমানে এরা ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী (লেবারপাড়া) আবাসিক এলাকার বাসিন্দা সুনামগঞ্জ দ্বয়কে গ্রেফতার করিতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামী দুইজন মামলার ঘটনায় জড়িত মর্মে বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় সেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।

 

চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন সহ দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করায়  ছাতক থানা তথা সুনামগঞ্জ জেলা পুলিশকে ছাতক উপজেলা বাসী ধন্যবাদ জানান।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting