মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হ বিগঞ্জের মাধবপুরে বাস ধর্মঘটে সিএনজি- থ্রি হুইলার চালকরা দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে হবিগঞ্জ থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ আছে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শুধু হবিগঞ্জ–সিলেট রুটে বাস বন্ধ রাখার কথা বললেও আদতে সব রুটেই বাস চলাচল বন্ধ আছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
আজ (১৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ মাধবপুর সদর বাসস্ট্যান্ডে সরজমিন গিয়ে দেখা যায়, সেখান থেকে সিলেট রুটের কোনো বাস ছাড়েনি। অন্যদিকে দেশে বিভিন্ন বিভাগ থেকেও কোনো বাস ছেড়ে মাধবপুর আসেনি। এতে শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি পোহাতে দেখা যায়। সাধারণ যাত্রীদের অভিযোগ বাস মালিক সমিতির ধর্মঘট থাকায় সিএনজি ও থ্রি হুইলার চালকরা দিগুণ ভাড়া নিচ্ছে তাদের কাছে থেকে। সিএনজি চালকের সাথে কথা বলে তারা জানায়, যাত্রীদের অভিযোগ বাস ধর্মঘটে সিএনজি ভাড়া দিগুণ নেওয়ার অভিযোগ অসত্য।
বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই প্রশাসনের মাধ্যমে বাসমালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে সরকার। তবে বাস মালিক সমিতির নেতাদের দাবি, সিলেটে বিএনপির গণসমাবেশের সঙ্গে তাঁদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।