মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জামকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ রাসেল আহমদ (২৯) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জুড়ী থানায় মামলা হয়েছে।
আটক রাসেল পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার সুয়ারাতল গ্রামের বাসিন্দা রুনু মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, রাসেলকে বাড়ি থেকে ধরে আনা হয়েছে।
বিজিবি’র সূত্রে জানা গেছে, রাসেল ইয়াবা বিক্রির উদ্দেশ্যে জামকান্দি এলাকায় যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ৮০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিজিবির ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্পের হাবিলদার নাসির উদ্দিন বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় রাসেল ও বাতেন স্থানে মাদক চোরাচালানের সাথে জড়িত একদল মাদক ব্যবসায়ীকে অনুসরণ করে মানব পাচারসহ মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে রাসেল বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায় বড়লেখা উপজেলার স্থানীয় বাসিন্দা ছাত্র আবু সুফিয়ান বলেন রাসেল নামের এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের অনেক ছাত্রদের অভিযোগ ছাত্রদের ১৮ ২০ বছর এর নিরিহও ছাত্রদের অনেক লোভ দেকিয়ে টাকা পয়সা এবং মোটরসাইকেল এনে দিবে কম দামে এই সব ক্রাইম করে দিন দিন তার পরে জানতে পারি আমাদের টাকা নিয়ে ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত তাই আমরা টাকা ফেরত চাওয়াতে বললে বিভিন্ন আইন দেখায় বিভিন্ন প্রশাসনের পরিচয় দে হয়রানির মধ্যে ফেলে দেওয়া এবং আবু সুফিয়ান আরো জানান অনেক খারাপ ভিডিও দারুন করে মোটা অংকের টাকা দাবি করে ও ভিডিও দারুন করে ব্ল্যাকমেইল করে৷
আমরা কিছু ছাত্রভাইদের কাছে ও তার এই সব কিছুর প্রমান বা ভয়েস রেকর্ড আছে আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আটক ব্যক্তিকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।
বিজিবির হাবিলদার নাসির উদ্দিন বলেন, রাসেল দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।