নিজস্ব প্রতিনিধি: মাদক সেবনে বাধা দেয়ায় ছেলের হাতে খুন হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ব্যবসায়ী আব্দুল আজিজ।
এ ঘটনায় করা অজ্ঞাতনামা হত্যা মামলায় জড়িত তিনজনকে আটকের পর এ তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মাদক সেবনে বাধা দেয়ায় বন্ধুদের নিয়ে বাবাকে খুন
সাদেকুর রহমান বুধবার (৭ সেপ্টেম্বর) র্যাব-১৪-এর কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয়।
এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্কোয়ার্ড কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহত আব্দুল আজিজের ছেলের বন্ধু বিজয় কর্মকার, তরিকুল ইসলাম ও আজহার মিয়াকে আটক করে।
অন্যদিকে আজিজের ছেলে বিপ্লবকে আটক করে পূর্বধলা থানা পুলিশ।