বুদ্ধিজীবী কবরস্থানে চিরনদ্রায় শায়িত হলেন সাবেক জাতীয় প্রেসক্লাবের সভাপতি শাহরিয়ার
নতুন কুড়িঁ নিউজ ডেস্ক রিপোর্ট; খ্যাতিমান সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাবের সদস্য, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের (সিজেএ) প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ারকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব তাঁকে সেখানে দাফন করা হয় বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। বাদ আছর জাতীয় প্রেসক্লাবে প্রথম এবং বাদ মাগরিব সেগুনবাগিচা হাউজিং মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তিনি শনিবার সকালে রাজধানীর ইম্পালস হাসপাতালে ইন্তেকাল করেন।
এ বরেন্য সাংবাদিক হাসান শাহরিয়ার’র মৃত্যুতে নতুন কুড়ি সিলেট নিউজ পরিবার গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।