সাগর আহমেদ বাহুবল থেকে : বাহুবলের আলোচিত কৃষক দুলাল মিয়া হত্যা মামলার প্রধান আসামী কবির মিয়া সহ ৩ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
গতকাল বুধবার বিকেলে হত্যা মামলার ৩ আসামী সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত মোট ১২ জন আসামীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে গত ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রতিপক্ষের আঘাতে ৮ সন্তানের জনক দিনমজুর নিরীহ কৃষক দুলাল মিয়া(৪০) নিহত হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে বাহুবল মডেল থানা পুলিশ। পরবর্তীতে নিহত দুলাল মিয়ার স্ত্রী মোছাঃ আমিনা খাতুন বাদী হয়ে কবির মিয়া সহ ২৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে প্রধান আসামী কবির মিয়া,তার ভাই শাহীন মিয়া ও আয়িদ মিয়া আত্মগোপনে চলে যায়।
বাহুবল মডেল থানা পুলিশ প্রধান আসামী কবির মিয়া সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। গত মঙ্গলবার ০২ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস আই আল আমিন একদল পুলিশ নিয়ে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
তিনি ঢাকা মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে শংকরপুর গ্রামের জিলা মিয়ার ছেলে কবির মিয়া(৪০) তার ছোট ভাই শাহীন মিয়া(২৫) ও আয়িদ মিয়া(২০)কে গ্রেফতার করতে সক্ষম হন। কবির মিয়া ও তার দুই ভাইকে বুধবার ভোর রাতে বাহুবল মডেল থানায় নিয়ে আসে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রধান আসামী কবির মিয়া ও তার ভাইদের গ্রেফতারে নিহত দুলাল মিয়ার পরিবারে স্বস্তির নিশ্বাস দেখা দিয়েছে।পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। এদিকে গত রাতে বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের অভিযানে দু’জন সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালত ও কারাগারে প্রেরণ করেছে পুলিশ।